টাঙ্গাইল প্রতিনিধি
কালিহাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে।
মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভূমিহীন-গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে দেশের ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২৩টি উপজেলার মধ্যে কালিহাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
এ উপলক্ষে কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে কালিহাতী উপজেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহপ্রাপ্ত ১৮টি পরিবারকে জমিসহ গৃহের দলিল তুলে দেন এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী।
কালিহাতী ইউএনও নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান আনছার আলী, সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান প্রমুখ।
ইউএনও নাজমুল হুসেইন জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে কালিহাতী উপজেলায় মোট ২৯৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।