খাঁন মোহাম্মদ মোস্তফাঃ
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো: রিয়াদুল ইসলাম (২৭) নামের ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মো: রিয়াদুল ইসলাম (২৭) নড়াইল জেলার কালিয়া থানার রামনগর গ্রামের মৃত মো: দেলওয়ার হোসেন এর ছেলে। গতকাল ২৪ জানুয়ারি দিবাগত রাত ২৩ঃ১০ ঘটিকার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন পুর্বকালিয়া সরকারি প্রাথমিক স্বিদ্যালয়ের পাশের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশ অফিসার ইন চার্জ এর তত্ত্বাবধানে এসআই সাইফুল্লাহ, এসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি মো: রিয়াদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫( পচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।