মোছাঃ ববিতা আক্তার
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা'র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৪নং দলগ্রাম ইউনিয়নের অন্তরগত উত্তর দলগ্রাম মৌজাস্থ তেঁতুলতলা নামক মোড়ে জনৈক মোঃ রফিকুল ইসলাম ওরফে রনি এর মা আনোয়ারা বাস কাউন্টারের সামনে দইখাওয়া হইতে কাকিনাগামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি পিক আপ কে টর্চ লাইটের আলোতে থামানোর সংকেত দিলে পিকআপ চালক ১। মোঃ হযরত আলী (৪৩),পিতা-মৃত গনি মোল্লা,সাং- সবদল,থানা- আদিতমারী,জেলা- লালমনিরহাট পিকআপটি ঘটনাস্থলে থামাইয়া পালানোর চেষ্টা কালে আটক হয়।তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে পিকআপ চালক সহ পিকআপটি তল্লাশীকালে পিকআপটির পিছনে ডালার মধ্যে রাখা ২১টি আলু ভর্তি পাটের তৈরি চটের বস্তা তল্লাশী করিয়া ১টি আলু ভর্তি বস্তা হতে ৩৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।