সৈয়দ মহসিন
কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বিভিন্ন গ্রামে আমন ধানের ক্ষেতে ইঁদুরের ভয়াবহ আক্রমণ দেখা দিয়েছে। একরের পর একর জমির সবুজ ধান রাতারাতি নষ্ট করে ফেলছে ইঁদুরের দল। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, তারা প্রতিদিন সকালে মাঠে গিয়ে দেখছেন, জমির ধান কেটে খেয়ে ফেলেছে ইঁদুর। অনেক জায়গায় প্রায় প্রতিটি জমির ফসলই নষ্ট করে ফেলছে । এতে আমন মৌসুমের পুরো ফসল নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা।
ভুক্তভোগী কৃষক চুন্নু মিয়া বলেন, “আমার দুটি জমির অর্ধেকের বেশি ধান ইঁদুরে কেটে ফেলেছে। নিজেরা ফাঁদ পেতে, বিষ ছড়িয়ে চেষ্টা করেছি—কিন্তু কোনো কাজ হচ্ছে না।”
আরেক কৃষক নুরুল ইসলাম বলেন, “ মাঠে কৃষি কর্মকর্তা বা ব্লক সুপারভাইজারের দেখা মেলে না। এখন নিজেরাই লড়াই করছি ইঁদুরের সঙ্গে।”
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কৃষকেরা।
স্থানীয়রা জানান, দ্রুত ইঁদুর নিধন কার্যক্রম শুরু না হলে এ অঞ্চলের অধিকাংশ ধানক্ষেত নষ্ট হয়ে যাবে। এতে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং ব্যাহত হবে সার্বিক উৎপাদন লক্ষ্যমার্তা।