1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্রসহ ২২ জন আটক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার সমর্থকরা আটক; উত্তেজনা বাড়ছে দুই পক্ষের মধ্যে

সৈয়দ আলীউজ্জামাম ( মহসিন)

কিশোরগঞ্জ | ২৩ নভেম্বর

কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার ২২ সমর্থককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকায় মহড়া দেয়ার সময় অভিযান চালিয়ে সৈয়দ এহসানুল হুদার সমর্থক গোলাম সারোয়ার ভুবনসহ মোট ২২ জনকে আটক করা হয়। স্থানীয়দের ভাষ্য, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থক গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার বিকেলে এহসানুল হুদার নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে আসার পথে ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড়, সরিষাপুর, হালিমপুরসহ বিভিন্ন স্থানে মিছিলে অংশ নেওয়া কয়েকটি গাড়ি হামলা ও ভাঙচুরের শিকার হয়। অভিযোগ আছে—এ হামলা চালায় শেখ মুজিবুর রহমান ইকবালপন্থীরা।

এ ঘটনার জেরে শনিবার রাতেই অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া চালায় এহসানুল হুদার সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করে।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট