1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ৮০ (আশি) কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

 

সাখাওয়াত হোসেন (তুহিন)

মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ৮০ (আশি) কেজি গাঁজা ও ০২টি সিএনজি অটোরিক্সা গাড়ি সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এসআই/উগ্যজাই মারমা সঙ্গীয় অফিসার ও ফোর্স’সহ বাঙ্গরা বাজার থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ০২টি সিএনজি যোগে কসবা থানাধীন কুটি চৌমুহনী হইতে গাঁজা নিয়া হায়দরাবাদ এলাকার দিকে যাইতেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ২১.৫০ ঘটিকার সময় বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঙ্গরা বাজার থানাধীন ০৩ নং আন্দিকুট ইউ পি’র পাক দেওড়া দক্ষিণ পাড়া সাকিনস্থ জুুজু মিয়া বসতঘরের পূর্ব পাশে দেওড়াগামী কাঁচা রাস্তার উপর উৎপেতে বসিয়া থাকেন। কিছুক্ষন পর অনুমান ২২.০৫ ঘটিকার সময় দুইটি সিএনজি তাহাদের সামনে পৌঁছা মাত্রই বেরিকেড সৃষ্টি করিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া সামনের সিএনজির চালক আসনে বসা অবস্থায় ১নং আসামী মোঃ সোহেল মিয়া(২২), পিতা-মোঃ রফিক সরকার, মাতা-মাহমুদা আক্তার, সাং-কামালপুর(সরকার বাড়ী), ০৯নং ওয়ার্ড, কাইমপুর ইউনিয়ন, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করিতে সক্ষম হইলেও পিছনে বসা একজন লোক পালাইয়া যায়। অতঃপর বর্ণিত আসামীর হেফাজত হইতে (ক) একটি রেজিঃ বিহীন সিএনজি, যাহা ইঞ্জিন নং-AZZWKG16708, চেসিস নং- MD2A27AY3KWG21550, এর যাত্রী বসার সীটের পিছনের খালি জায়গায় এবং যাত্রীর পা রাখার স্থানে ৪৮ কেজি গাঁজা। অপর একটি সিএনজিতে চালক আসনে বসা অবস্থায় ০২ নং আসামী মোঃ রাসেল মিয়া সিজান আহাম্মদ(৩০), পিতা-মৃত হারুন মিয়া এবং পিছনের সীটে বসা ০৩নং আসামী আবু বক্কর ছিদ্দিক লিপু(২৪), পিতা-হাসান আলী, উভয় সাং-জাজিসার(পঃ পাড়া), কাইমপুর ইউনিয়ন, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয়কে গ্রেফতার করিয়া তাহাদের হেফাজত হইতে গ) একটি রেজি বিহীন PIGGO সিএনজি, যাহা ইঞ্জিন নং-অস্পষ্ট, চেসিস নং-MBX0004AFMBO88840, এর যাত্রী বসার সীটের পিছনের খালি জায়গায় ৩২ কেজি গাঁজাসহ সর্বমোট (৪৮+৩২)=৮০ (আশি) কেজি গাঁজা উদ্ধার করিয়া, আসামীগণকে জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং পলায়নকারী আসামীর নাম দূর্বাজ ভূইয়া নুরুল হক (৪০), পিতা-মৃত আঃ লতিফ ভূইয়া মনির, মাতা-মনোয়ারা বেগম, সাং-দেওড়া, ০৮নং ওয়ার্ড, ০৩নং আন্দিকুট ইউপি, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা বলিয়া জানায়। অতঃপর উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ০৫/০৭/২০২৩ইং তারিখ ২২.৪০ ঘটিাকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের দায়ের করিলে বাঙ্গরা বাজার থানার মামলা নং-০২, তারিখ-০৬/০৭/২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারণি ১৯(গ)/৪১/৩৮ রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট