প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২২, ১০:৫২ এ.এম
কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রির দায়ে মাটি ব্যবসায়ীর ভেকু জব্দ
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করার দায়ে মাটি ব্যবসায়ীর ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দরগাবাজার এলাকায় অভিযানকালে ভেকুটি জব্দ করেন।
জানাযায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের দরগা বাজার এলাকা থেকে দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করে আসছিল কয়েকজন অসাধু মাটি কারবারি। সংবাদ পেয়ে দুপুর ১২ টায় ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে অসাধু মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেহেনা আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © দৈনিক গণতদন্ত-২০২২ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত