মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পটুয়াখালী সদর এর আয়োজনে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ( সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ এর শুভ উদ্বোধন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,পটুয়াখালীর ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সেরা কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ আয়োজন করা হয়েছে।
এ উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১২ আগস্ট রোজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর,বাঁধনহারা হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এইচ. এম. শামীম উপ-পরিচালক( ভারপ্রাপ্ত). কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,পটুয়াখালী।
কৃষিবিদ মোঃ শাহাদাত হোসেন. অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ি, পটুয়াখালী। আলী আজিম শরীফ. মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, বরিশাল অঞ্চল, বরিশাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইফ্ফাত আরা জামান ঊর্মি উপজেলা নির্বাহী অফিসার,পটুয়াখালী সদর, পটুয়াখালী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
মোঃএখালাছুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার,সদর পটুয়াখালী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার বলেন এই মেলার মাধ্যমে কৃষকরা পরিবর্তিত জলবায়ু মোকাবেলায় লাগসই প্রযুক্তিসমূহ সম্পর্কে সম্যক ধারনা লাভ করবে এবং কৃষি উৎপাদনে তা ব্যবহার করতে পারবে।
এ সময় জেলা প্রশাসক আবু হাসনাত আরেফিন কৃষকদের মাঝে কৃষি বিষয় দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন- আগামীর বাংলাদেশ বিনির্মাণে কৃষকদের অগ্রণী ভূমিকা তুলে ধরার পাশাপাশি দেশীয় খাদ্যশস্যর প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি সকলকে কৃষি কাজে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দেয়ার পাশাপাশি যুবসমাজ কে কৃষি কাজে আগ্রহী হওয়ার জন্য আহ্বান জানান।
কৃষি কাজে পানির প্রধান উৎস সম্পর্কে আলোচনায় তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাধারণ মানুষ এবং কৃষকদের কথা চিন্তা করে খাল খনন করে গেছেন যা বর্তমান সময়ে কৃষি কাজে গুরুত্ব অপরিহার্য।
এরই ধারাবাহিকতায় কৃষকদের সুবিধার্থে জেলার বিভিন্ন জায়গায় খালের উপর অবৈধ বাঁধ নির্মাণ করা হয়েছে সেগুলো অপসারণ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বদা কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ির ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সেরা ৫ কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সেরা কৃষক যাচাইয়ে প্রথম স্থান অধিকার করেন পটুয়াখালী- কলাপাড়া’র( মজিদবাড়িয়া কৃষক গ্রুপ) মোঃ শহিদুল বিশ্বাস, দ্বিতীয় স্থান অধিকার করেন পটুয়াখালী,বাউফলের দাশপাড়া (চর আলগী তেল ফসল গ্রুপ) মোঃ নজরুল ইসলাম, তৃতীয় স্থান অধিকার করেন পটুয়াখালী, গলাচিপার চর কাজল ( বড়শিবা তেল ফসল কৃষক দল) মোঃ নাইম, চতুর্থ স্থান অধিকার করেন পটুয়াখালী, দুমকি উপজেলার (আলগী তেল ফসল উৎপাদনকারী কৃষক গ্রুপ) মোঃ শাহ আলম মুন্সী, পঞ্চম স্থান অধিকার করেন পটুয়াখালী সদর উপজেলার (পুকুরজনা তেল জাতীয় ফসল উৎপাদন গ্রুপ) আঃ রাজ্জাক।
এসময়ে বিজয়ীরা জানায় প্রতিযোগিতামূলক পুরস্কার বিতরণীতে তারা আনন্দিত এবং সরকারের এমন সহযোগিতায় উৎপাদন ক্ষমতা আরো বাড়াতে পারবেন বলে তারা জানান।