মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেছেন,নেতাকর্মীরা গত ৩৬ বছর ধরে এই অঞ্চলে নির্বাচন করেছে কিন্তু কাংখিত লক্ষ অর্জন করতে পারেনি বিজয় অর্জন করতে পারেনি হাজার হাজার ভোটার মা-বোন, নারী-পুরুষরা ভোট দিয়েছে কিন্তু আমরা অপ্রাপ্ত ভোট পেয়ে বিজয়ী অর্জন করতে পারেনি সেটি আমাদের দৃরভাগ্য বলতে পারেন।
যখনই আমরা বিজয়ের দ্বার প্রান্তে রয়েছি নতুন করে আজ ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন ভূইফোর সংগঠন বাংলাদেশের একটিও আসন জেতার ক্ষমতা রাখে না তারা আজকে দেখলাম ঘোষণা দিয়েছে তারা সরকার গঠন করবে একটি আসন পেলে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সমস্ত ধোকাবাজ কূটনৈতিক দলের পাল্লায় পড়ে আপনার আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের সত্ত্বা আপনাদের ভোট অধিকার, আপনাদের মৌলিক অধিকার বিসর্জন দিবেন না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরং জোট সমন্বয় থেকে যে প্রার্থী দিবে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য এই গলাচিপা দশমিনা নেতাকর্মীদের শর্ত বিরোধী, নেতাকর্মীদের অধিকার বিরোধী, যেকোন সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলবো এবং যেকোনো প্রক্রিয়ায় হোক এই আসন বিএনপি'র প্রার্থী থাকবে যদি আপনারা মনে করেন আমি হাসান মামুন অযোগ্য প্রার্থী, অজনপ্রিয় প্রার্থী বিএনপি থেকে যেকোনো প্রার্থী দিলে তার নেতৃত্বে আমরা নির্বাচন করব কিন্তু কোন ভূইফোর সংগঠনের নেতাকে ভোট দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল গলাচিপা দশমিনার নেতা কর্মীরা সমর্থকরা এক মিনিটের জন্যও সহ্য করবে না।
সকল প্রকার ত্যাগের বিনিময় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সংগ্রামী বন্ধুরা প্রশ্ন আসছে আমরা নির্বাচন করব কিনা দলের সিদ্ধান্ত জোটের সিদ্ধান্ত যাই হোক এই আসনে বিএনপি'র প্রার্থী থাকবে এবং থাকতেই হবে।
যদি কোন রাজনৈতিক দল এখানে জনপ্রিয় মনে করে জামায়াতে ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে যদি কোন অধিকার এবং কোন ফোরাম যে কোন রাজনৈতিক দল যদি এখানে যদি নির্বাচনী বইতুরনি পার হতে চান নিজের দলের ক্ষমতা বাদে করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সহ্যও করবে না বরদাস্তও করবেন না জাতীয়তাবাদী দল দলের বাইরে কাউকে একটি ভোট দিয়েও তারা জীবনে ভুল করবে না।
নেতাকর্মীরা কোন ভারতের দলের পিছনে আর এক মিনিট একটি ভোট একটি স্লোগানও আদায় করবে না যা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য করবেন এবং নির্বাচনের ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমার রাজপথে থাকবো নির্বাচনে মাঠে থাকবে এবং নির্বাচনের ফলাফল নিয়ে আমার ঘরে ফিরবো।
শনিবার সন্ধ্যায় পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী সিকদারীয় স্কুল এন্ড কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোঃ আবুল নোমান মাস্টার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এডভোকেট মোঃ খোরশেদ আলম, শাহ্আলম শানু, ফারুকুজ্জামান বাদল, মাসুদুর রহমানসহ অন্যান্য নেতা কর্মীরা। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে বেতাগী সিকদারীয় স্কুল এন্ড কলেজ মাঠে সমবেত হন দশমিনা উপজেলার হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।