ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসছেন রড সিমেন্ট ব্যবসায়ী 'মেসার্স প্রধান ট্রেডার্সের' মালিক শাহ আলম প্রধান। তার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য। কিন্তু চেয়ারম্যান না থাকায় তিনি ফিরে যেতে বাধ্য হলেন।
গত ১৬ জুলাই তারিখ হতে আজ বুধবার (৬ আগষ্ট) সময় পর্যন্ত তিন সপ্তাহব্যাপী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্বে কেউ না থাকায় পরিষদের জরুরী নাগরিক সেবাসহ প্রয়োজনীয় কাজকর্ম দারুনভাবে ব্যহত হচ্ছে।সরজমিন জানা যায়, পুরাণ বাউশিয়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন নাগরিক সনদের( চেয়ারম্যান সার্টিফিকেট)জন্য চরবাউশিয়া বড়কান্দী গ্রামের জসীমউদ্দিন এসছেন উত্তরাধিকার (ওয়ারিস সনদ) ও সরকারী চাকুরীজীবি আব্দুল মতিন অফিস থেকে ছুটি নিয়ে এসছেন জন্মনিবন্ধন সনদের জন্য।প্রয়োজনীয় সেবা না পেয়ে সবাইকে খালি হাতে ফিরতে হয়েছে গতকাল রোববার কর্ম দিবসে।ইউপি কার্যালয় সূত্র জানায়, বাউশিয়া ইউনিয়ন পরিষদের অনলাইলে প্রদেয় যাবতীয় নাগরিক সেবা ব্যহত হচ্ছে পরিষদে চেয়ারম্যান না থাকায়।ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমানের ধারাবাহিক দীর্ঘ অনুপস্হিতি ও শাররীক অসুস্হাজনিত কারণে গত ২৭ আগষ্ট ২০২৪ তারিখে, ৫৮৩ নং স্মারকে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক স্হানীয় সরকার( ইউনিয়ন পরিষদ) পরিচালনার বিধান মতে পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান মো: এবাদুল হককে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করেন এর প্রেক্ষিতে সংক্ষুব্ধ মিজানুর রহমান গত ১৫ এপ্রিল ২০২৫ উচ্চ আদালতে রিট পিটিশন ৬৩২০/২০২৫ দায়ের করেন, মাননীয় আদালত শুনানী অন্তে পরবর্তী ৩ মাসের জন্য ১নং প্যানেল চেয়ারম্যান এবাদুল হকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা স্হগিত করেন মিজানুর রহমানের রিট পিটিশনের প্রেক্ষিতে পুনরায় তিন মাসের স্হগিতাদেশের মেয়াদ উচ্চ আদালত ১৭ জুলাই ২০২৫ হতে পরবর্তী ১ বছরের জন্য বৃদ্ধি করেন।
উল্লিখিত আদেশের পর মিজানুর রহমান কে বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কোন প্রকার বাধা নেই মর্মে উচ্চ আদালত অভিমত প্রদান করে, বিধি মোতাবেক ব্যবস্হা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সুমন মিয়া আজ বুধবার নিজ কার্যালয়ে জানান, আইনী বাধ্যবাদকতার কারণে গত ১৬ জুলাই থেকে চেয়ারম্যানের চেয়ারে কেউ নেই। মিজানুর রহমানের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা কথা বলা সম্ভব হয়নি তবে একাধিক ওয়ার্ডের মেম্বাররা জানান, আমরা মাঝে মধ্যে পরিষদে যাই, জনগনের কোন কাজের পরিপূর্ন ফায়সালা দিতে পারি না, পরিষদে গিয়ে কী হবে তিনি আরো জানান, আমরা শুনতে পাচ্ছি উচ্চ আদালত প্যানেল চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দ্বিতীয় দফায় ১ বছরের জন্য স্হগিত করেছেন যথাযথ কর্তৃপক্ষের লিখিত আদেশ ও নির্দেশনা পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।