
ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা মুন্সিগঞ্জ ৩(সদর-গজারিয়া)আসনে বিএনপি’র মনোনয়ন পেয়ে নিজ বাড়িতে আসলেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
ঢাকা থেকে গজারিয়ায় আসলে,মেঘনা ব্রীজের পূর্ব প্রান্ত থেকে শত শত মোটর সাইকেল,মিনিবাস,ট্রাক করে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান, এরপর মহাসড়কের বিভিন্ন স্থানে স্থানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানান এ সময় সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। নেতাকর্মীরা জানান— “দীর্ঘদিন পর আমরা আমাদের প্রিয় নেতাকে সামনে পেয়েছি, তাঁর নেতৃত্বে গজারিয়া আবারও উন্নয়নের পথে অগ্রসর হবে।
পরে তিনি নিজ বাড়ি উপজেলার লক্ষীপুর গ্রামে উপস্থিত হয়ে বাবা মায়ের কবর জিয়ারত করে
জুলাই শহীদ পরিবারদের নিয়ে সংবাদ সম্মেলন করে,সংবাদ সম্মেলনে শ হীদ প রিবারের সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, সিরাজুল ইসলাম পিন্টু,রফিকুল ইসলাম ভিপি মাসুম,মো:ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ।
এ সময় তিনি জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়ে বলেন,শহীদ পরিবারের ত্যাগ কখনোই বিফলে যেতে পারে না,তাদের সম্মান ও অধিকার রক্ষায় আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, মানুষ যে বিপুল উৎসাহ নিয়ে তাকে বরণ করে নিয়েছে, তা তাঁর দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিয়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দৃঢ়ভাবে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ,শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে গজারিয়ার জনগণের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও নতুন প্রত্যাশার বাতাবরণ।