1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গজারিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা” এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড পর্যায়ের কর্মীসভা।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের কুতুবিয়া কনভেনশন সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে উজ্জীবিত পরিবেশের সৃষ্টি করেন।

এ সময় বালুয়াকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জিয়াউর হক স্বপনের সঞ্চালনায় এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইদ্রিছ মিয়াজী (ভি.পি মহন)। তিনি তার বক্তব্যে বলেন, সংগঠনের আদর্শ ও নীতিমালার বাইরে কোনো ব্যক্তি, মাদক কারবারি কিংবা অপরাধীদের দলে স্থান দেওয়া যাবে না। যারা অপরাধে লিপ্ত, তারা দলে থাকার কোনো যোগ্যতা রাখে না।”

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জসিম উদ্দিন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মহিবুর রহমান রিফাত প্রধান।

এ সময় বক্তরা বলেন দলীয় শৃঙ্খলা ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর বলেন, দলে মাদক কারবারি, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে স্থান দেওয়া যাবে না। অপরাধীদের বর্জন করে সংগঠনকে পরিচ্ছন্ন ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

এছাড়া বক্তারা আওয়ামী লীগ থেকে এসে দলে সুযোগ নেওয়া বা ক্ষমতার লোভে দলে অনুপ্রবেশকারী কারও জন্য স্বেচ্ছাসেবক দলে কোনো জায়গা নেই বলে কঠোর বার্তা দেন।
কর্মীসভা শেষে উপস্থিত সকল নেতাকর্মী দলীয় আদর্শ, শৃঙ্খলা, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থেকে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য বজায় রাখার শপথ নেন।

সভা শেষে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং গাজা-ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। কর্মীসভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট