ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আড়ালিয়া গ্রামে মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ টি পরিবার ও দুটি মসজিদে আর্থিক সহায়তা দেন আড়ালিয়া, মুদারকান্দি,আব্দুল্লাহপুর তিন গ্রামের সমন্বয়ে গঠিত আর রহমাহ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সদস্য ও আড়ালিয়া, মুদারকান্দি, আব্দুল্লাপুর ( ৭,৮,৯ নং) এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য সহ এলাকার সিনিয়র ব্যক্তিবর্গের উপস্হিতিতে আর্থিক সহায়তা দেওয়া হয়।
ফাউন্ডেশনেরন পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করে। প্রকৃত অর্থেই যারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা প্রদান হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৮ এপ্রিল) সকাল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরবর্তীতে পুলিশ জানায় এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৭টা ৫৬ মিনিটে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে গ্রামটির শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।