ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নের ফরাজীপাড়ায় জমির আখ চুরি রোধের জন্য আখক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখা হয়। কিন্তু সেই ফাঁদে পড়ে ১৪ বছর বয়সী কিশোর শাহিনের মৃত্যু ঘটে।
আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে আখক্ষেত থেকে কিশোর শাহিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনের পরিবারিক জটিলতা ছিল। তার বাবা জহিরুল ইসলামের সাথে শিল্পি বেগমের কয়েক বছর আগে ডিভোর্স হয়ে যাওয়ায় সে তার মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতো।
গতকাল রাতে আখ চুরির উদ্দেশ্যে ওই জমিতে গেলে বিদ্যুতায়িত ফাঁদে পড়ে তার মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক ধারনা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ জানান, জমির মালিক সহোদর মিন্টু ও সেন্টু পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হোসেন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার কিরন সর্দার ক্ষোভ প্রকাশ করে বলেন, “জমির আখ রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পড়ে কিশোরের মৃত্যু গ্রহণযোগ্য নয়।”