1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গজারিয়া রাতের আধারে দখল হয়ে যাচ্ছে সড়কের কোটি কোটি টাকা মূল্যের জমি

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে সড়ক ও জনপথ অধিদপ্তরের কয়েক কোটি টাকা মূল্যের জায়গা অনুমোদন না নিয়েই বালু ভরাট করে দখল করে নিচ্ছে একটি চক্র,উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশ অমান্য করে রাতের আধারে বালু ভরাট চলমান।

সরেজমিনে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন এর নতুন রাস্তা সংলগ্ন ভাটেরচর মৌজায় দেখা যায়,বালু ভরাট করে জায়গাটি দখল করে নিয়েছে ঐ চক্র।

জানা যায়,বড়ইকান্দী ভাটেরচর এর আবু বক্কর মোল্লার কাছ থেকে ভাটেরচর মৌজায় বিএস, ৪৪৮০,৪৪৮১,৪৪৮২দাগে সাড়ে তেইশ শতাংশ জমি ক্রয় করেন চট্রগ্রাম জেলার বাসিন্দা জনৈক মোহাম্মদ বদিউল আলম,জমি ক্রয় করার পর থেকেই স্থানীয় দালাল চক্রের মাধ্যমে রাতারাতি বালু ভরাট শুরু করে,নিজের ক্রয়কৃত সাড়ে তেইশ শতাংশ ভরাট করতে গিয়ে সাথে সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রায় এক/দেড় বিঘা জমিও বালু ভরাট করে দখল করে তাঁরা।যার নূন্যতম বাজার মূল্য ৭/৮কোটি টাকা।

স্থানীয় বড়ুইকান্দী ভাটেরচর বয়োবৃদ্ধ আলী হোসেন বলেন,মাত্র ২৩শতাংশ জমি ক্রয় করে সরকারী প্রায় দুই বিঘা জমি ভরাট করে দখল করে নিলেও এই বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোন ব্যবস্থা গ্রহণ করে নাই,এটা হতাশা জনক বিষয়, এ ভাবে মহাসড়কের পাশে জমি দখল কোন ভাবেই কাম্য না।

স্থানীয় যুবক মুক্তার হোসেন জানান,গত ক’দিন পূর্বে উপজেলা নির্বাহী অফিসার এসে কাজ বন্ধ করে দিয়ে যায়,তারপর থেকে তাঁরা রাতের আধারে বালু ভরাট করতাছে,দিনের বেলা ড্রেজারের পাইপ খুলে রাখে।

বিষয়টা নিয়ে মোহাম্মদ বদিউল আলম এর মেয়ের জামাই,স্থানীয় দলিল লেখক মাসুম বিল্লাল বলেন,আমরা সড়ক ও জনপথ অধিদপ্তর কাছে বন্দোবস্তো চেয়ে আবেদন করেছি,আশা করি দ্রুত অনুমোদন পেয়ে যাব।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন,আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি,এরপরও কাজ করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টা নিয়ে না:গঞ্জ সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী আ:রহিম বলেন,আমরা কাউকে অনুমোদন দেই নাই,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট