1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরের পূবাইলে ফ্ল্যাট বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

মহানগরের পূবাইল থানাধীন মাজুখান পশ্চিম পাড়া এলাকায় ফাল্গুনী টাওয়ারের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে পূবাইল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

নিহত স্কুল শিক্ষিকার নাম সাহানা বেগম (৫৮)। তিনি ঢাকা জেলার রায়পুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে এবং কালীগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ চার বছর ধরে তিনি একাই ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন ধরে শিক্ষিকার কক্ষ বন্ধ থাকায় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা পূবাইল থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালা দিয়ে ভেতর তাকিয়ে খাটের ওপর সাহানা বেগমের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

নিহতের মেয়ে জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং একাই বাসায় থাকতেন।

 

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট