মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
জিএমপি পুলিশ সূত্রে জানা যায় মহানগরের পূবাইল
থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলা ও সরঞ্জামসহ ৯ জন জুয়ারীকে গ্রেফতার করে জেএমপি পুলিশ।
গত বুধবার ২রা জুলাই বিকাল ৫.৪৫ ঘটিকায় পূবাইল থানাধীন মেঘডুবি সাকিনস্থ সাবরিনা ড্রিম রিসোর্ট পার্কের কর্টেজ এর কক্ষের ভিতর প্রবেশ করিলে আসামীগন পালানোর চেষ্টা করে, পরে পুলিশ উপরোক্ত আসামীদেরকে কক্ষের ভিতরে ওয়ান- টেন জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে গ্রেফতার করেন।
পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে সাবরিনা ড্রিম রিসোর্ট পার্কের কর্টেজের কক্ষের ভিতর তল্লাশী করিয়া উপরে ওয়ান -টেন জুয়া খেলার একটি সুটিং বোর্ড, যার মধ্যে ইংরেজীতে সম্পূর্ণ বোর্ডে ১ থেকে ১০ পর্যন্ত এলোমেলো লেখা সহ জুয়া খেলার একটি ব্যানার, যাতে ইংরেজী 1 থেকে 10 পর্যন্ত লেখাসহ শাপলা ফুলের প্রতিক আছে। খেলায় ব্যবহৃত ১৫টি পিন, ১ সেট তাস, বোর্ডে থাকা নগদ ১৯,৫০০/-(উনিশ হাজার পাঁচশত টাকা), খেলায় ব্যবহৃত ৩টি স্টিলের তৈরী বক্স, জুয়াড়ীদের ব্যবহৃত যানবাহন ১টি WINE RED রংয়ের PREMIO প্রাইভেট কার, ১টি PEARL রংয়ের AXIO প্রাইভেট কার, ১টি PEARL রংয়ের PREMIO প্রাইভেট কার, ১টি কালো রংয়ের YAMAHA কোম্পানীর SCOUTI, ১টি নীল রংয়ের FZ-S মোটর সাইকেল ও ১টি কালো রংয়ের CVZ 150।
আলামত উদ্ধার হয় সন্ধ্যা ৬.৫০ মিনিটে জব্দতালিকা মূলে জব্দ করে আসামীদের এবং জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেন পূবাইল থানার এসআই মোঃ নাসির উদ্দিন।
আসামীরা হলেন ১। আলী রাজ (২৮), পিতা-মৃত রমজান আলী মিয়া, মাতা-রুনা বেগম, সাং-করমতলা, থানা-পূবাইল, গাজীপুর মহানগর। ২। শিপন সূত্রধর (৪১), পিতা-মৃত রবেন্দ্র সূত্রধর, মাতা-উষা রানী সূত্রধর, সাং-ভাদুঘর, থানা-ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ৩। জহির (৪৮), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, মাতা-জমিলা খাতুন, সাং-মারিয়ালি, থানা-জয়দেবপুর সদর, গাজীপুর মহানগর, ৪। সনজয় চন্দ্র (৪৫), পিতা-রতেশ্বর চন্দ্র, মাতা-সবিতা রানী চন্দ্র, সাং-দক্ষিণ লুধুয়া, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, এপি সাং- বসুগাঁও (কলেজ গেইট আলমগীর হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, ৫। মোঃ সেলিম রেজা (৫২), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, মাতা-আনোয়ারা বেগম, সাং-দক্ষিণ মৈশুন্ডী, থানা-ওয়ারী, ঢাকা মহানগর, ৬। মোঃ রায়হান (২৮), পিতা-মকুল ভূইয়া, মাতা-গোলাপি বেগম, সাং-নাগপুর, থানা-গাছা, গাজীপুর মহানগর, ৭। আজিজুর (৪৮), পিতা-মৃত লোকমান হোসেন ভূইয়া, মাতা-আমেনা বেগম ওরফে সামসুন্নাহার, সাং-কানাইয়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ৮। জয় সূত্রধর (৪১), পিতা-মৃত শুভ সূত্রধর, মাতা-উষারানী সূত্রধর, সাং-গংগানগর, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ৯। সমির সেন গুপ্ত (৬০), পিতা-মৃত দিলিপ সেন গুপ্ত, মাতা-হিরাসেন গুপ্ত, সাং-পাঁচদোনা, থানা-মাদবদী, জেলা-নরসিংদী, এপি সাং-বনশ্রী রোড নং-৫, ব্লক-সি, থানা-রামপুরা, ঢাকা।
আসামী ও জব্দকৃত আলামতসহ থানায় হাজির হয়ে ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে আসামীদের বিরুদ্ধে পূবাইল থানার মামলা নং-০৪, তারিখ-০৩/০৬/২০২৫ইং, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।