
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়ন আ’লীগের আয়োজনে (২৩ আগস্ট মঙ্গলবার) রাজেন্দ্রপুর ফুটবল খেলার মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি কামাল উদ্দিন ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হক সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাঃ ইকবাল হোসেন সবুজ মাননীয় সংসদ সদস্য ১৯৬ গাজীপুর- ০৩, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আ’লীগ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামছুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফরন্নাহার মেজবাহ্, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, উপজেলা আ’লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক হারুন অর- রশিদ ফরিদ, পৌর আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ, শ্রীপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মনির, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ সরদার, গাজীপুর সদর উপজেলা আ’লীগ নেতা হারুন অর-রশিদ বি এস সি, রাজাবাড়ী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মনিরা পারভীন, রাজাবাড়ী ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাসির খান, ইউনিয়ন আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জজ মিয়া, গাজীপুর জেলা যুব মহিলা লীগের নেত্রী নাহিদা খানম, শ্রীপুর উপজেলা মহিলা আ’লীগ নেত্রী রাবেয়া খানম অন্তরা, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাছুম মন্ডলসহ স্থানীয় আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতসহ অসহায় দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মামুন হোসেন
Like this:
Like Loading...