দৈনিক সংবাদ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মুজাহিদের উপর হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহঃবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টায় শ্রীপুর থানার সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড.এ কে এম রিপন আনসারী।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আঃ লতিফের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক এবং দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতূল মন্ডলের যৌথ সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি এম.এ কাশেম, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সহসভাপতি আবু বকর সিদ্দিক, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শফিকুল ইসলাম, দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বসির আহমেদ কাজল, শ্রীপুর গণজাগরণ মঞ্চের সমন্বয়ক সাংবাদিক আনোয়ার হোসেনসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত সংবাদকর্মীরা।
স্টাফ রিপোর্টারঃ