মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সাংবাদিক ইউনিটির আয়োজনে, ঢাকার উওরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে গাজীপুর সাংবাদিক ইউনিটির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর সাংবাদিক ইউনিটির উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমানের সভাপতিত্বে, উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন, গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক,মোঃ হাইউল উদ্দিন খান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আফজাল হোসেন কায়সার। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক জনপ্রিয় মেম্বার, ফেরদৌস আলম মৃধা,গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিক, চিটাগাং সিটি কলেজের সাবেক জিএস সাইফুদ্দিন খালেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি মোঃ আবু সালেক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক, মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধক্ষ, মোঃ শামীম সরদার, দপ্তর সম্পাদক,সারোয়ার আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ কাজল মিয়া এক নম্বর সদস্য, আব্দুল আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার গাজীপুর প্রতিনিধি, মোঃ সাদেকুল ইসলাম, গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ শহিদ সরকার,দৈনিক সময়ের ডাক পত্রিকার প্রতিনিধি মোঃ বেল্লাল হোসেনসহ দৈনিক মুক্ত খবর পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ ফারুক সরকার সহ অন্যন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোঃ আক্তার হোসেন দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।