
মো: হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বিজয় দিবসের রাতে সদর মেট্রো থানা ভারারুল বটতলা এলাকায় স্থাপিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক সহযোগী কৌশলে পালিয়ে গেলেও তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার সেলিম গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাইছা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৬ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে সদর থানার বিশেষ নাইট ডিউটির অংশ হিসেবে ভারারুল বটতলায় জনৈক আলীর দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুইজন আরোহীকে থামানোর সংকেত দেওয়া হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেলিম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স উপস্থিত হয়ে স্থানীয় সাক্ষীদের সামনে আটক সেলিমের দেহ তল্লাশি চালায়। তার পরিহিত জ্যাকেটের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৭০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রো-ল-৪০-৮৩০৫ নম্বরের মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে। জিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।