মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর- টঙ্গী ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু ফ্যাশন গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানাযায় , মাহফুজুর রহমান রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভার হয়ে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন।এ সময় ফ্লাইওভারের মাঝপথে পৌঁছতেই একদল ছিনতাইকারিী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ছিনতাইকারীরা তার ডান পায়ের পিছনে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে ফ্লাইওভার এলাকায় দায়িত্বে থাকা ডিএমপির পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় মাহফুজুরকে উদ্ধার করে দ্রুত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার ব্যবহৃত ব্যাগ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।