1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার সহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মোঃ হাইউল খান,গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গভীর রাতে বিপুল পরিমাণ টাইলস সহ ট্রাক ডাকাতির পর ট্রাকসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। এই ঘটনায় জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান।

 

তিনি আরো জানান, গত ২৩ জানুয়ারী গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফুয়াং টাইলস ফ্যাক্টরী হইতে ফুয়াং কোম্পানীর সর্বমোট ৪২০ কাটন টাইলস ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রাকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মেট্রো সদর থানাধীন ন্যাশনাল পার্কের ৩নং গেইট সংলগ্ন ইউটার্নে রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাতনামা ডাকাতরা ট্রাকটি থামাইয়া ট্রাক চালককে এলোপাথারীভাবে মারধর করে। পরে তাকে মহাসড়কে ফেলে দিয়ে ডাকাতরা ট্রাকসহ ট্রাকে থাকা মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ট্রাক চালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে মেট্রো সদর থানায় একটি ডাকাতি মামলা করেন।

 

তিনি আরো জানান, ঘটনার পর সদর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে অভিয়ান চালিয়ে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকা থেকে গত ২৫ জানুযারী রাত ৩.৩০ ঘটিকায় মোঃ সমরাজ মোল্লা ও মোঃ তুষার আহম্মেদকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মোঃ রোকনুজ্জামানকে আটক করা হয়। রোকনুজ্জামানের কাছ থেকে একটি ট্রাক ও ফুয়াং কোম্পানীর ৪০০ কাটন টাইলস উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ সন্ধ্যায় মোঃ কামাল হাওলাদার ও মোঃ আবু বক্কর রাজুকে আটক করা হয়। পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ জানুয়ারী বাদীর ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত মোঃ সবুজ মিয়াকে আটক করা হয় এবং তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাহেন্দ্রা বলেরো পিকআপ উদ্ধার করা হয়।

 

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ কামাল হাওলাদার ও মোঃ আবু বক্কর রাজু ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের নাম উল্লেখপূর্বক গত ২৯ জানুয়ারী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো,,১-মাদারীপুর জেলার সদর থানার মীরাকান্দি এলাকার মো: বোরহানের ছেলে মোঃ সমরাজ মোল্লা (৩৪), ২-ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কামালপুরের মৃত আমির হোসেনের ছেলে মোঃ তুষার আহম্মেদ (৩২),৩-কুষ্টিয়া জেলার কুমারখালী থানার খর্দ ভালুকার মো: আ: বারী মন্ডলের ছেলে মোঃ রোকনুজ্জামান (৪০), ৪-পটুয়াখালী জেলার সদর থানার দক্ষিণ চান্দুখালীর মৃত তুজুম্বার হাওলাদারের ছেলে মোঃ কামাল হাওলাদার (৩৯),৫- শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ঘাগড়া মন্ডলপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আবু বক্কর রাজু (৩৮) এবং ৬-নরসিংদী জেলার পলাশ থানার চলনা এলাকার কালাই হোসেনের ছেলে মোঃ রাজু মিয়া (৩২)। আসামীরা সকলেই গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট