1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে তুহিন হত্যা মামলায়  ৮ জনের বিরুদ্ধে চার্জশিট।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

মোঃ হাইউল উদ্দিন খান

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ রবিউল হাসান।

তিনি বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের পর হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে ৮ আসামির বিরুদ্ধে।

তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন, প্রধান আসামি কেটু মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, রফিকুল ইসলাম, আল আমিন, সুমন, ফয়সাল, শাহজালাল ও শামীম হোসেন।

ডিসি রবিউল হাসান জানান, পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে।

সাংবাদিক আসাদুজ্জামান  তুহিন হত্যা মামলার দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

এ সময় সংবাদ  ব্রিফিংয়ে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন  তুহিনের পরিবার ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক।

উল্লেখ্য গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। চাঞ্চল্যকর  এ হত্যাকাণ্ডে সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট