মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার ১৬ নভেম্বর জারিকৃত আদেশে তাকে জিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
জানা যায়,দায়িত্ব গ্রহণের জন্য জিএমপি সদরদপ্তরে পৌঁছালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম নবাগত কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জিএমপির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
নবাগত কমিশনার ইসরাইল হাওলাদার এরপর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় জিএমপির উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধানসহ সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, যারা নতুন কমিশনারকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে জিএমপিকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।