1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে বিআরটি প্রকল্প নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর–২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সভাপতি মোঃ হোসেন আলী বলেন—অসমাপ্ত বিআরটি প্রকল্প এখন গাজীপুরবাসীর গলার কাঁটা। হাজার কোটি টাকা ব্যয় বাড়লেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দুর্ঘটনা, জলাবদ্ধতা আর ভাঙাচোরা সড়ক গাজীপুরবাসীর জীবনকে আজ বিপর্যস্ত করেছে,জনগণের এই দুর্ভোগ আর সহ্য করা যায় না।

 

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,যথাযথ ব্যবস্থা না নিলে গাজীপুরবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

 

শনিবার সকালে মহানগরের চান্দনা চৌরাস্তা ভোগড়া–বাইপাস এলাকায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ মানববন্ধনে নেতৃত্ব দিতে গিয়ে হোসেন আলী এসব কথা বলেন।

 

এ সময় গাজীপুর–বিমানবন্দর রুটের দীর্ঘদিনের ঝুলে থাকা অসমাপ্ত বিআরটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জনতার ঢল নাম।

 

মাওলানা মোনায়েম খানের তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও গাজীপুর–২ আসন কমিটির পরিচালক মোঃ আফজাল হোসাইন। সঞ্চালনায় ছিলেন মহানগরের অফিস বিভাগীয় সেক্রেটারি আবুসিনা নুরুল ইসলাম মামুন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থাপনা বন্ধ করে বিআরটি প্রকল্পের কাজ অবিলম্বে পূর্ণ গতিতে শুরু করতে হবে, যাতে গাজীপুরবাসী দুঃস্বপ্নের মতো জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন—বাসন থানা ১৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মমিনুল ইসলাম, মেট্রো সদর থানা নায়েবে আমীর জালাল উদ্দীন, শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ফকীর, যুব নেতা মোঃ আব্দুল হালিম মণ্ডল, উলামা প্রতিনিধি মাওলানা শফিকুল ইসলাম, সচেতন নাগরিক ফোরাম নেতা মোঃ শাহিনুল ইসলাম, পেশাজীবী নেতা ড. মাহবুবুল আলম জামী, এনডিএফ নেতা ডা. আমজাদ হোসাইন খান, ব্যবসায়ী ফোরাম নেতা মুহাম্মদ গোলাম মুস্তফা, যুবনেতা সোহেল পাঠান, শ্রমিক নেতা আবু নাঈম মোল্লা, বাসন থানা আমীর মাওলানা আকরামুল ইসলাম ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারদিন হাসান হাসিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট