
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪১নং ওয়ার্ড খিলগাঁও কেন্দ্র বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পূবাইলের ঐতিহ্যবাহী খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসমাগমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ.কে. এম ফজলুল হক মিলন। পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুলের সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয়। তার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। দ্রুত আরোগ্য লাভ করে তিনি যেন আবার গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিতে পারেন—এ জন্য সকলে তাঁর জন্য দোয়া করা হয়।
বক্তারা আরও জানান,২৫ ডিসেম্বর তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।সেইদিন অভূতপূর্ব গণজাগরণ ঘটবে বিমানবন্দরসহ আশেপাশের এলাকায়।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন,সালাহউদ্দিন সরকার,যুগ্ন সম্পাদক জাকির সরকার সাংগঠনিক সম্পাদক আরিফ ভূইয়া,পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারেজ আলী ৪১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি তমিজউদ্দিন যুগ্ন সম্পাদক জহির উদ্দিন,স্হানীয় বিএনপি নেতা মোক্তার হোসেন মজিবুর রহমান জাহাঙ্গীর সরকার,যুবদল নেতা শুক্কুর আলী,সাবেক গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতশত নেতা-কর্মীর অংশগ্রহণে এ আয়োজন পূবাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।