1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে রেল সেতুতে দূর্বৃত্তদের আগুন 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

 

রুবেল মাহামুদ, শ্রীপুর গাজীপুর

 

গাজীপুর শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ রেললাইনের বরমী, গোলাঘাট এলাকার মাটিকাটা নদীর ওপর নির্মিত রেলব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাতে ব্রিজের পাঁচটি স্লিপার পুড়ে গেছে। এতে করে ট্রেন চলাচল ঝুঁকির মধ্যে ছিল। ঝুঁকি সারতে পুড়ে যাওয়া স্লিপার দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নতুন স্লিপার লাগিয়েছে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ।

 

সোমবার (১৩/১১/২০২৩ ইং) ভোরে উপজেলার বরমী ইউনিয়ানের গোলাঘাট এলাকার রেলব্রিজে দুর্বৃত্তরা আগুন দেয়। রেলওয়ে সংশ্লিষ্টরা রাতের পাহারার সময় আগুনের বিষয়টি দেখতে পায়। সাথেসাথে ঐ খানে যসয় পর কোন দূরবৃত্ত দের পাওয়া যায়নি, পরে স্থানীয় ও রেলওয়ে সংশ্লিষ্টরা আগুন নিভিয়ে ফেলে।

 

কাওরাইদ রেলওয়ের স্টেশন এলাকায় দায়িত্বে থাকা মিস্ত্রি মো. সোহেল মিয়া বলেন, আমাদের রেলওয়ের কয়েকজন কর্মচারী নিয়মিত রেললাইন পাহারা দিচ্ছেন। ভোরে ব্রিজে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে রেলব্রিজের পাঁচটি স্লিপার পুড়ে গেছে। স্লিপার পুড়ে যাওয়ার ফলে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় দ্রুত সময়ের মধ্যে পুড়ে যাওয়া স্লিপার খুলে নতুন স্লিপার লাগানো হয়েছে।

 

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, রেলসেতুতে দুর্বৃত্তরা ভোরে আগুন দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ভোররাতে দুর্বৃত্তরা রেলসেতুতে আগুন দিয়েছিল। স্থানীয়রা আগুন নেভান। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট