1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে সাংবাদিক হত্যা: মুরাদনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ আগস্ট ২০২৫) বিকেল ৪টা ৫১ মিনিটে মুরাদনগর উপজেলা মেইন ফটকে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক আজিজুর রহমান রনি, সাংবাদিক এম কে আই জাবেদ, সাংবাদিক রায়হান চৌধুরী, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক রুহুল আমি ভূইয়া, সাংবাদিক সাজ্জাদ হোসেন ও সাংবাদিক খোরশেদ আলম।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও নৃশংস ঘটনা। দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। একইসাথে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুল হক, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক সাখাওয়াত হোসেন তুহিন, সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক শামিম আহমেদ, সাংবাদিক ইউনুস মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক মাসুম মিয়াজি, ময়নাল হোসেন, উমর ফারুক ও মোঃ ময়নাল হোসেন।

সাম্প্রতিক সময়ে দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সত্য ও তথ্য জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু বারবার হামলা, মামলা ও হত্যার শিকার হয়ে তারা পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকির মুখে পড়ছেন। তারা সতর্ক করে বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসঙ্কেত।

তারিখ ১০/০৮/২০২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট