মোঃ হাইউল খান,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৭,৫০,০০০ টাকা মূল্যের ১২৫ বোতল বিদেশী মদ সহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম (বিপিএম) এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে শ্রীপুর থানাধীন মাওনা ফ্লাইওভার নিচে এরশাদ মিয়ার ওয়ার্কসপের সামনে একদল মাদক কারবারি মাদক বিক্রয় করবে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার (২৮ জানুয়ারি) রাত ৩ ঘনিকায়, গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নেত্রকোনা থেকে আসা বালি ভর্তি একটি ড্রাম ট্রাকে তল্লাশি করে ১২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে ও ৬ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে এবং তাদের সাথে থাকা একটি বালু ভর্তি ড্রাম ট্রাক জব্দ করে। গ্রেফতারকৃত আসামিরা হলো ১-সাইফ শাহরিযার অভি খান(২৮) পিতা-ইকবাল হোসেন।ঠিকানা-শ্রীপুর থানাধীন কেওয়া পশ্চিম খন্ড।২- মোঃ রেজাউল করিম(২৬) পিতা-মোঃফজলুল হক।ঠিকানা-নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন নারায়ণ ডহর।
৩-শহিদ মিয়া শহিদুল(২৫)। পিতা-মোঃ আবুল কাশেম।ঠিকানা-নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন বারমারি লক্ষীপুর।৪-আসাদুল ইসলাম রনি (২৬)।পিতা-নজরুল ইসলাম।শ্রীপুর থানাধীন বারতোপা এলাকার বাসিন্দা।৫-মোঃ আশরাফুল (২৩)।পিতা-মোঃ নয়ন।কেওয়া পশ্চিম খন্ড এলাকার বাসিন্দা।৬-লিমন মিয়া (২৩)(ড্রাইভার)। ।পিতা-মোস্তফা মস্তু।ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন চরকালিবাড়ী এর বাসিন্দা। আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।