
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে, ৭ অক্টোঃ (শুক্রবার) রাতে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আউটপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে ৩ ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, ১। জামালপুরের দেওয়ানগঞ্জ থানার আমপুরা বালুগাঁও গ্রামের মৃত. জয়নাল মিয়া এর ছেলে মোঃ তারিকুল ইসলাম (২২)। সে বর্তমানে গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকার নরুল ইসলাম সরকার এর বাড়ির ভাড়াটিয়া।
২। গাজীপুরের বাসন থানার অন্তর্গত চান্দনা এলাকার (বৌ বাজার) মোঃ আলী হোসেনের ছেলে মোঃ আল-আমিন (২১)।
৩। মোঃ সজিব (১৯), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চিকাধান গ্রামের মৃত. নূর মোহাম্মদ এর ছেলে। সে বাসন থানার দিঘিরচালা গ্রামের (সাখাওয়াত হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া)।
গ্রেফতারের সময় তাদেরকে তল্লাশি করে ৩টি দেশীয় চাকু ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এ সময় ডাকাত দলের আরোও ৪/৫ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।
উল্লেখ যে, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাসন থানায় মামলা রুজু হয়েছে।
মামুন হোসেনঃ
Like this:
Like Loading...