1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুর সদরে সিএনজি-পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ২

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর সদরে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক ও এক নারী যাত্রী সহ দু’জন নিহত হয়েছে। রোববার (২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের (নয়নপুর) হালডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে সোলাইমান (২৯), অপর জন নারী যাত্রী সদর উপজেলার ধরণীরচালা গ্রামের রুহুল আমিনের স্ত্রী আনোয়ারা বেগম (৩০)।
স্থানীয়া জানান, ওই দিন রাতে রাজেন্দ্রপুর চৌরাস্তা হতে একটি সিএনজি কাপাসিয়ার দিকে যাওয়ার সময় হালডোবা এলাকায় পৌঁছালে রাজেন্দ্রপুর টু কাপাসিয়াগামী সড়কে সিএনজির বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়। পুলিশ এসে ঘটনা স্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে, পিকআপটি (রেজিঃ নং-ঢাকা মেট্রো ন-২৩-১৮২৮) আটক করে।
জয়দেবপুর থানার এসআই খালেকুজ্জামান জানান, সিএনজি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন মারা যায় এবং পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়।
জয়দেবপুর থানার (ওসি), মাহাতাব উদ্দিন জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট