মোঃ হাইউল খান, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা হলেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে,সাবেক সিটি মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (১০ অক্টোবর) গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। অফিস আদেশে বলা হয়েছে,স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে সিটি কর্পোরেশনের উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত করা হয়। জারিকৃত অফিস আদেশের শর্তসমূহের মধ্যে উল্লেখ করা হয় যে,এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে এবং মেয়াদকালীন অথবা মেয়াদকালীন সময়ের মধ্যে যতদিন ইচ্ছা পোষণ করবেন ততদিন সম্পৃক্ত থাকবেন।