গাজীপুর ২ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন,স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন।
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগ এর সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন।
বৃহস্পতিবার( ৩০ নভেম্বর) তিনি গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তার নিকট নিজের মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম নির্বাচনে আচরণবিধি মেনে নির্বাচনী কাজ পরিচালনার জন্য অনুরোধ জানান। একটি সুন্দর, সুষ্ঠু ও উৎসব মূখর ভোট অনুষ্ঠানে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।