1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাবতলীতে চাঁদাবাজির দাবিতে ঘরে ঢুকে হামলা, আহত ৩ — আদালতে মামলা দায়ের

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার চক ডঙর গ্রামে চাঁদাবাজির দাবিতে এক অটোচালকের বাড়িতে প্রবেশ করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের মধ্যে একজনের মাথায়, হাত-পা ও উরুতে ধারালো অস্ত্রের গভীর আঘাতের কারণে সেলাই দিতে হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১৩ জুলাই (রবিবার) বিকাল ৪টায়। এ বিষয়ে ভুক্তভোগী মো. উসমান (৩৯), পিতা মৃত বনি মন্ডল, গাবতলী আমলী আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন (মোকাদ্দমা নং: সি/২০২৫ (গাবঃ))।

আসামিরা হলেন — মো. আলামিন (৩৭), মো. রিদয় (২৫), মো. মানিক (৪৫) ও মো. রনি (২২)। তারা সকলে একই এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে বাদীপক্ষের অভিযোগ।

মামলার বিবরণীতে বলা হয়, অভিযুক্তরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১ নম্বর আসামি আলামিন ধারালো রামদা দিয়ে বাদী উসমানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। তার হাতে ও পায়ে ভাঙা এবং কাটার চিহ্ন রয়েছে।

এ সময় বাদীর চিৎকারে এগিয়ে এলে তার ভাই রুস্তম আলী ও প্রতিবেশী ইদ্রিস আলীকেও কুপিয়ে জখম করা হয়। রুস্তমের মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে, আর ইদ্রিসের শরীরের বিভিন্ন অংশে কাটা জখমের চিহ্ন রয়েছে।

এছাড়া ৩ নম্বর আসামি মানিক বাদীর ঘরের খাটের নিচ থেকে জমির দলিলের জন্য সংরক্ষিত ৬০,০০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়। আহতদের রাত ৭টা পর্যন্ত বাড়িতে আটকে রাখা হয় এবং হাসপাতালে নিতে বাধা দেয় অভিযুক্তরা।

পরে স্থানীয়দের সহায়তায় আহতরা গাবতলী উপজেলা হাসপাতালে ভর্তি হন এবং প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে আদালতের শরণাপন্ন হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট