1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লোহাগড়ায় ১ জনের মৃত্যু 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মোঃ নয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ

 

নড়াইলের লোহাগড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে এ ঘটনা ঘটে।

মর্জিনা বেগম বাগেরহাট সদর উপজেলার অর্জুন বাহার গ্রামের মৃত আকুব আলী শেখের মেয়ে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে , মর্জিনা বেগম লোহাগড়া পৌরসভার রাজোপুর গ্রামের গফ্ফার শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। মর্জিনা তার আট বছরের মাদ্রাসাপড়ুয়া ছেলে জিহাদকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ এবং অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। অন্যান্য দিনের মতো আজ বৈরী আবহাওয়ার মধ্যেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেরার পথে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে পৌঁছালে। ঝোড়ো বাতাসে মেহগনি গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।

 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে ৷ স্বজনরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। নিহতের একমাত্র সন্তান স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। অতিদ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সরকারিভাবে আর্থিক অনুদানসহ সার্বিক সহোযোগিতা করা হবে। এবং সেই সময়ই মাদ্রাসা পড়ুয়া জিহাদকে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট