1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

চট্টগ্রামে শহিদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আধিপত্যবাদ বিরোধী দিবস পালিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমিতে শহিদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আধিপত্যবাদ বিরোধী দিবস’ পালন করেছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংগঠন ‘আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্য’।

অনুষ্ঠানে ‘ভারতীয় আধিপত্যবাদ, আমাদের পররাষ্ট্রনীতি ও গণ প্রতিরক্ষা ভাবনা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক জনাব ফুয়াদ হাসান, চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জনাব সাইফুল আবেদিন, ‘আয়না ঘরের বন্দী’ এবং ‘ভয়েড’-এর মুখপাত্র জনাব মাসরুর আনোয়ার চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন এবং আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্যের উপদেষ্টা জনাব এম এম আহসান।

সেমিনারের শুরুতে চুয়েট শিক্ষার্থী মোশারফ হোসেন ‘আবরার ফাহাদ, বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা ও ভারতীয় আধিপত্যবাদ’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এরপর সিনিয়র আইনজীবী সাইফুল আবেদিন বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা ও প্রতিবেশী দেশের প্রভাব নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ফুয়াদ হাসান বলেন, ভারতীয় আধিপত্য শিক্ষার্থীদের চিন্তা, মনন ও স্বাধীন চেতনা নষ্ট করছে। তিনি ভবিষ্যতে আধিপত্যবাদের বিরুদ্ধে শিক্ষার্থী সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাসরুর আনোয়ার চৌধুরী বলেন, ‘আয়না ঘরে বন্দী’ জীবনের পেছনেও আধিপত্যবাদের ভূমিকা ছিল। তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে ইসলামফোবিয়া সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সবশেষে আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্যের উপদেষ্টা এম এম আহসান বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা গড়ে তুলতে শিক্ষার্থী ও জনতার ঐক্য প্রয়োজন। তিনি দেশের সেনাবাহিনী ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষা নীতিতে ১৫ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার মোহ ত্যাগ করে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে হবে এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা ও শিক্ষার্থীরা একসঙ্গে ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট