প্রতিবেদনে:মোহাম্মদ ফারুক চট্টগ্রাম ব্যুরো
সাবেক সিটি মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের সভাপতিত্বে আজ রোববার বিকাল ৪ ঘটিকায় এক বিশাল গণসংযোগের আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী। উক্ত গণ সংযোগ নগরীর অক্সিজেন মোড় থেকে শুরু করে শহীদ নগর, বেলতলা, নয়াহাট, ওয়াজেদিয়া, চালিতা তলা হয়ে আতর ডিপোতে এসে সমাপ্ত হয়। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মহব্বত আলী খান, ভারপ্রাপ্ত বায়োজিদ থানার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল নবী লেদু, আলহাজ্ব রফিক উদ্দিন, এসএম রিদওয়ান, আমির হোসেন আমু, আলহাজ্ব কফিল উদ্দিন খান, আবু তাহের প্রমুখ। মোটরসাইকেল, মাইক্রো ট্রাক, সিএনজি সমন্বয়ে লাখো মানুষের ঢল নামে উক্ত গণসংযোগে। বায়োজিদের প্রতিটা অলি গলিতে স্বতন্ত্র প্রার্থী ফুলকপি মার্কার স্লোগানে মুখরিত ছিলো।সকলের দাবি ফুলকপি মার্কায় সেরা। গণসংযোগ শেষে এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল নবী লেদু, উনার বক্তব্যের এক প্রান্তে বলেন স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী বিজয় হল আওয়ামী লীগের বিজয় এবং আওয়ামী লীগের সকল সদস্য কে একসাথে কাজ করার আহ্বান জানাই।