
লুৎফর রহমান হীরা (চাটমোহর) পাবনাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মথুরাপুর যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত দলীয় প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।সভায় চাটমোহর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কৃষক দল, ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের এক অংশের নেতাকর্মীরা অংশ নেন।
নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।