চিলমারী প্রতিনিধি ॥
চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারে অনলাইন ক্যাসিনো খেলার সরঞ্জামসহ দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) রাত প্রায় ১২টার দিকে পুলিশ কাঁচকোল বাজার এলাকায় পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে শিহাব মিয়া (২১) ও আলামিন (২৪) নামের দুইজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১১ টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার ও একটি মনিটর জব্দ করা হয়।
আটককৃত শিহাব মিয়া ওই এলাকার মোখলেসুর রহমানের ছেলে এবং আলামিন বারেক আলির ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বাসক বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসক জানান, “অনলাইন ক্যাসিনোসহ সকল ধরনের জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”