1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ছাতকে ইয়াকুব হত্যা মামলার প্রধান আসামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবলু গ্রেফতা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯২ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।

অনলাইন ডস্কঃসুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামী পলাতক উবায়দুর রউফ বাবলু গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ৯ টায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এএসপি সার্কেল (ছাতক) মো. বিল্লাল হোসেন ও ওসি মোস্তফা কামালের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম), এসআই দেলোয়ার হোসেন, এএসআই আবু তালেব, এএসআই মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত উবায়দুর রউফ বাবলু দিঘলী রামপুর গ্রামের মৃত. আব্দুর রউফের ছেলে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ৭ নভেম্বর প্রতিপক্ষের হামলায় নিহত হন শিবনগর গ্রামের খুরশীদ আলীর পুত্র মাওলানা ইয়াকুব আলী।

এ ঘটনায় নিহতের ভাই আওলাদ আলী বাদী হয়ে ছাতক থানায় ৪৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ চাঞ্চল্যকর হত্যা মামলার এ পর্যন্ত অজ্ঞাতনামা ৮জনসহ মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।

২৩ জন আসামী আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন ও ১০ জন আসামী পলাতক রয়েছেন।

এ বিষয়ে এএসপি সার্কেল (ছাতক) মো. বিল্লাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট