মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- ছাত্রশিবিরের উদ্যোগে পটুয়াখালী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কলেজ শাখার সেক্রেটারি জুবায়ের ইসলাম এর সঞ্চালনায় নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন নয়, বরং আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা জামায়েত ইসলামীর আমীর এডভোকেট নাজমুল আহসান, সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূর এবং সেক্রেটারি তামিম ইসলাম। এছাড়াও জেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের হাতে উপহার প্রদান করা হয়। এরপরে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন নবীন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।