1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ছাত্রসমাবেশ সফলের লক্ষ্যে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সক্রিয়ভাবে অংশগ্রহণ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

মোঃ আল-মুকিদ মাহি

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

 

বাংলাদেশ ছাত্রলীগের হাজারো নেতা কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগদান করে। তারই ধারাবাহিকতায় তেজগাঁও কলেজ ছাত্রলীগ একাধিক নেতা-কর্মীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে। সারা দেশ থেকে প্রায় দশ লাখ শিক্ষার্থী এতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী সভানেত্রী গনতন্ত্রের মানসকন্যা ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

 

মাথায় বিভিন্ন রঙের টুপি, বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যান্ড, একই রঙা টি-শার্ট পরে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ উদ্যানের চারপাশের সড়ক।

 

উক্ত ছাত্রসমাবেশ সফলের লক্ষ্যে তেজগাঁও কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে নেতৃত্ব দেন, তেজগাঁও কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম তাজিম।

 

ছাত্রসমাবেশে নেওয়া শপথের সাথে সুর মিলিয়ে শপথ নেন তেজগাঁও কলেজ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী। শপথবাক্যে বলা হয়, আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্বপুরুষের পবিত্র রক্তেভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নব রূপায়নের রূপকার বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ়চিত্তে শপথ করিতেছি যে, তারুণ্যের স্বপ্নের স্বদেশ, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আপসহীন, অক্লান্ত, আমৃত্যু সদা-সর্বদা সচেষ্ট থাকব। আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানবো। তরুণ লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী সকল শক্তিকে ধ্বংস করবে। বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদাশালী করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে এ দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবায়ে রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট