সোহেল রানা:
কুড়িগ্রামের উলিপুরে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় মিছিল করেছে উলিপুর উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে উলিপুর পৌর শহরের তেলের পাম্প এলাকা থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে পথ সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন মন্ডল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু জাফর সোহেল রানা,সাবেক ছাত্র নেতা মোঃ ফিরোজ কবির কাজল,সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, উলিপুর পৌর কৃষকদলের সভাপতি আবু রায়হান (বুলু)সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদি আত্মার মাগফেরাত কামনা করে জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু জাফর সোহেল রানা বলেন,জুলাই আন্দোলনে বিএনপির প্রায় দুই হাজারের বেশি নেতাকর্মী গুম খুন হয়েছে, ২৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।আমরা ফ্যাসিস্টদের বিতাড়িত করতে রাজ পথে থেকেছি,ছাত্র জনতা নিয়ে আন্দোলন করেছি।অথচ এখনও উলিপুরে ফ্যাসিস্টরা ঘুরে বেড়াচ্ছে। অনতিলম্বে তাদের দ্রুত গ্রেফতার চাই।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলন সকল পেশা শ্রেনির মানুষের আন্দোলনের ফসল।দেশে আর কোন অপশক্তি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার আহবান জানান বক্তারা।