বগুড়ায় জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া সদর উপজেলার বুজরুক বাড়ীয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। শনিবার (৯ আগস্ট) সকালে বগুড়া প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩.৩৩ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকার পরও একটি সন্ত্রাসী চক্র তা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, তার চাচাতো ভাই মিলন নিজের জমি ব্র্যাক ব্যাংকের বড়গোলা শাখায় মর্টগেজ রেখে ঋণ গ্রহণ করেন। কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংক জমি নিলামে বিক্রির উদ্যোগ নেয়।
অভিযোগে আরও বলা হয়, ব্যাংকের ওই জমির পাশের রাস্তা সংলগ্ন ১ শতক মূল্যবান জমি দখলের জন্য সন্ত্রাসীরা চাঁদা দাবি করে এবং ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জাহাঙ্গীর হোসেন দাবি করেন, বিষয়টি তদন্তাধীন থাকলেও তিনি প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তার ভাষ্যমতে, যদি তার অপমৃত্যু ঘটে বা পরিবারের ওপর হামলা হয় তবে স্থানীয় ইব্রাহিম হোসেন আক্কু মিয়া, জিয়া, মান্নান মিয়া, সামছুল, মিলন সরকার ও কামরুল ফকিরসহ একটি চক্র দায়ী থাকবে,মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি প্রশাসন ও বিচার বিভাগের কাছে অবিলম্বে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।