আসাদুজ্জামান বিশ্বাস:
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর আয়োজনে গত ৩ এপ্রিল ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ফায়জুল হক এ সময় সভাপতিত্ব করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। এছাড়াও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, মূল প্রবন্ধে স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভের ওপর আলোচনা করা হয়। চারটি স্তম্ভ হলো- স্মার্ট সিটিজেন: ডিজিটাল লিটারেসি, তথ্য প্রবেশাধিকার, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণ, স্মার্ট সোসাইটি: এর মধ্যে রয়েছে ডিজিটাল অবকাঠামো, স্মার্ট গভর্নেন্স, টেকসই পরিবেশ, সামাজিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টি, স্মার্ট ইকোনমি: স্টার্টআপ, চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি এবং অবকাঠামো, স্মার্ট গভর্নমেন্ট: ডিজিটাল ট্রান্সফরমেশন, ওপেন ডেটা, অটোমেশন, সিটিজেন এনগেজমেন্ট, উপাত্ত-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, এবং সাইবার নিরাপত্তা।
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন , জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ।
উল্লেখ্য, মো. আব্দুস সালাম কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।