
লুৎফর রহমান রানা (মৌলভীবাজার)
আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরে জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে, জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আাসাদ হোসেন মক্কুর সভাপতিত্বে ও জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জাকারিয়া আহমদ এর সঞ্চালনায় এ আয়োজন করা হয়।
এসময় একটি র্যালী বের করে শহরের প্রদান সড়কগুলো প্রদক্ষিন শেষে মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরে এসে আলোচনায় সভায় মিলিত হয়।এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমেদ মৌলভীবাজার ৩ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মিজবাহুর রহমান,বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র জনাব মোঃ ফজলুর রহমান মৌলভীবাজার পৌরসভা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কামাল হোসেন এছাড়া ও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মতিন যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা, জনাব মোঃ মুজাহিদুর রহমান ফটিক আহ্বায়ক জাতীয় শ্রমিকলীগ শ্রীমঙ্গল পৌর শাখা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দ।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করে সমাপ্তি ঘোষণা করে।