1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল ধর্মের লোক তাদের পূর্ণ অধিকার ভোগ করবে।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি):বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির ও জামায়াত ইসলামী মনোনীত খুলনা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। যেখানে থাকবে না কোন চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, দল-মত ধর্মবর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে একসাথে মিলেমিশে বসবাস করবে। তাদের কোন ভয় থাকবে না,সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম,সকল ধর্মের লোক তাদের পূর্ণ অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন সামনে দুর্গাপূজা, ধর্মীয় এ উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের সাথে ছিল আছে,থাকবে ইনশাআল্লাহ।
গিলাতলা-গোয়ালবাথান ওয়ার্ড জামায়াতের উদ্যোগে গিলাতলা সার্বজনীন দুর্গামন্দির কমিটি ও হিন্দুধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গতকাল ২১-শে সেপ্টেম্বর বিকেলে গিলাতলা সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দীপক কুমার দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আসাদুজ্জামান, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, টিএসবি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল।
টিএসবি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ সাফিয়ার রহমানের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াতের দক্ষিন খাজাডাঙ্গা ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গাফফার, গিলাতলা ওয়ার্ড সভাপতি তামিম বাদশা, মন্দির কমিটির সেক্রেটারি মিঠুন কুমার হালদার, গোবিন্দ আশ, খোকন অংশ, প্রবীর নন্দী, পীযূষ পাল, বলরাম আস, মানিক কুমার পাল, সুভাষ হালদার, গোবিন্দ কুমার, অনিমেষ আশ, সঞ্জয় দত্ত, সুধীর কুমার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়েত ইসলামীর বাইতুল মাল সম্পাদক আব্দুল মান্নান, ওলামা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, তালতলা ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম, পাঁচানি ওয়ার্ড সেক্রেটারি আফজাল হোসেন, আকরাম হোসেন, রফিক, তানভীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট