মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- জুলাই গণঅভ্যুল্থানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী-২৫ উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা।
মঙ্গলবার ( ৫ আগস্ট) সকাল ১০ টায় ঝাউতলা হতে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর নিউমার্কেটের প্রধান গেটের সামনে গিয়ে মিছিল শেষ করে।
গণমিছিল পূর্ব ঝাউতলায় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওঃ শহীদুল ইসলাম আল কায়ছারীর সঞ্চালনায়
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসলিস শূরার সদস্য জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতের সাবেক আমীর, বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওঃ এম এ সালাম খান, বরিশাল অঞ্চল টীম সদস্য ও পটুয়াখালী জেলা সাবেক নায়েবে আমীর অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওঃ আবুল বাসার, পটুয়াখালী পৌরসভা আমীর মাওলানা হাবিবুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা আমীর এবং জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম নুর।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসাইন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান খান, জেলা ওয়েলফেয়ার ফাউন্ডশনের সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা ছাত্র শিবির সেক্রেটারি মোঃ তামিমসহ পটুয়াখালী সদর উপজেলা ও পটুয়াখালী পৌর শাখার নেতৃবৃন্দ। গণমিছিল ও সমাবেশে জামায়াত ও শিবিরের দুই সহাস্রাধিক নেতা- কর্মী, সমর্থক অংশ নেয়।