মোঃ আসাদুল ইসলাম।
সশস্ত্র বাহিনীর সকল পদবির অবসর প্রাপ্ত সদস্যদের উপস্থিতিতে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল আহসান হাবীব উল্লা, সাধারণ সম্পাদক লেফটেন কর্নেল মোশারফ সাহেবের উপস্থিতিতে রাওয়া ভবনের মাঠে উপস্থিত হন সকল পদবির অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগন, সমাবেস স্থলে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন,বক্তব্যের মুল বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লেঃ কর্নেল আহসান হাবিব উল্লা বক্তব্য সেষে একটি বিশাল রেলি মহাখালি ফ্লাই ওভার হয়ে সেনানিবাসের জাহাঙ্গীর গেট হয়ে আবার রাওয়া ভবনে এসে সেষ হয়।
ঐক্য জোট সভাপতি মহম্মদ কোবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট নিজামুদ্দিন, সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, joint সেক্রেটার কর্পোরাল মহিউদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।